ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র টহল দলের হাতে অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় নারী, শিশুসহ ২৪ জন আটক হয়েছে।
বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শাহ মোঃ আজিজুস সহিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবি’র বেশ কয়েকটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বুধবার রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা কালে সর্বমোট ২৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে।
আটককৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, চলতি জানুয়ারি ২০২৫ মাসে সর্বমোট ৮৯ জন এবং গত ২০২৪ সালে আটকৃতদের সংখ্যা সর্বমোট ২৩১১জন তার মধ্যে বাংলাদেশী নাগরিক-২২৫৭ জন, ভারতীয় নাগরিক-৩৪ জন, মায়ানমারের রোহিঙ্গা নাগরিক-২০ জন রয়েছে বলে জানান ওই বিজ্ঞপ্তিতে।