“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই স্লোগানে তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি ) সকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. সৈয়দ সাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা বিএনপি নেতা হাফিজুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারিয়াপুর ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর সাকিব। কর্মশালায় অংশ নেন দারিয়াপুর গাউছিয়া দাখিল মাদ্রাসা, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, মুক্তিযোদ্ধাদের একটি দল এবং ইমাম সাহেবদের দল।
কর্মশালায় উপস্থিত তরুণ-তরুণীরা নতুন বাংলাদেশ গড়ার তাদের স্বপ্ন ও পরিকল্পনা লিখিত আকারে উপস্থাপন করেন। তাদের চিন্তাধারা ও অভিমত নতুন বাংলাদেশ গঠনে ইতিবাচক দিক নির্দেশনা প্রদান করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এই কর্মশালাটি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।