তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুজিবনগরের বাগোয়ানে তারুণ্যের ভাবনাই নতুন বাংলাদেশ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে “এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়” এই স্লোগানে বাগোয়ান ইউনিয়ন কার্যালয়ে এ কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত তরুণরা তাদের লেখনীর মাধ্যমে নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরেন। তারা বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে।
তরুণরা কর্মশালায় উল্লেখ করেন যে, তরুণ প্রজন্মের মেধা ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে দেশকে আরও উন্নত করা সম্ভব। মোবাইল আসক্তি কমাতে গ্রাম ও শহরে খেলাধুলার আয়োজন বাড়ানোর প্রস্তাব করেন। একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। ধর্ম, বর্ণ, জাতি-গোষ্ঠীর ভেদাভেদহীন বাংলাদেশ গড়তে একতাবদ্ধ থাকার তাগিদ দেন। নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এবং মাদকমুক্ত একটি শান্তিপূর্ণ দেশ গড়তে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। শিক্ষার মান উন্নয়ন এবং মানুষের মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। সাইবার বুলিং ও সাইবার ক্রাইম রোধে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিপি অফিসার কাওসার আলী।
ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খান, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শাওন শেখ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রওনক জাহান, হিসাব সহকারি হাসানুজ্জামান খান উজ্জলসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বৃন্দ এবং বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন।