জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি বলেছেন, তরুণদের কাজে লাগাতে হবে, নিজের পায়ে দাড়তে হবে। ইতিমধ্যে দেশ এখন নিম্মমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বর্তমানে আমাদের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলার।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আগামি ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৩০ সালের মধ্যে সমৃদ্ধির বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশগুলোর কাতারের উন্নিত হবে।
জেলা প্রশাসক মো: আতাউল গনির সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সরদার শফিউল আলম. মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল।
মেলায় বিভিন্ন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্যর সমাহার নিয়ে স্টল সাজিয়েছেন।