রুদ্ধশ্বাস ফাইনালের মাধ্যমে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। শুরুর দিকে টিকিট বিক্রি নিয়ে নানা অব্যবস্থাপনা থাকলেও শেষ পর্যন্ত রেকর্ড পরিমাণ আয় করেছে এবারের বিপিএল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টিকিট বিক্রি থেকে আয় ছাড়িয়ে যায় ১২ কোটি টাকা। তবে ফাইনাল ম্যাচের টিকিটের দাম বাড়লেও দর্শকদের আগ্রহ কমেনি, বরং তা আরও বেড়েছে। আয়োজকদের বিশ্বাস, ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি মিলিয়ে এই অঙ্ক ১৩ কোটি ছাড়িয়ে গেছে।
বিসিবির স্টেকহোল্ডারদের জন্য ফাইনালে ৬ হাজার টিকিট সংরক্ষিত ছিল, বাকি ১৬ হাজার টিকিট অনলাইন, ব্যাংক ও বুথের মাধ্যমে বিক্রি করা হয়। বিপিএলের গত চার আসরে টিকিট বিক্রি থেকে আয় ছিল গড়ে ৪ কোটি টাকার মতো। সে সময় টিকিট বিক্রির নিয়ন্ত্রণ বিসিবির হাতে না থাকায় আয় কম ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবার বিসিবি বিশেষ কমিটি গঠন করে টিকিট বিক্রির কার্যক্রম পরিচালনা করায় এমন সাফল্য এসেছে। ক্রীড়া পরিষদের নিয়ম অনুযায়ী, টিকিট বিক্রি থেকে বোর্ড ১৫ শতাংশ রাজস্ব পাবে।
অনলাইন ও ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে টিকিট বিক্রির নতুন উদ্যোগ বিপিএলের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যতে আয় আরও বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকরা।
সূত্র: ইত্তেফাক