দর্শনা পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের সড়াবাড়িয়া সরকরী প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে গণ-যোগাযোগ অধিদপ্তর ও সম্প্রচার মন্ত্রালয়ের বাস্তবায়নে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
তারুণ্য নির্ভিক উন্নত সমৃদ্ধি বৈষম্যহীন ও জবাবদিহিতা বাংলাদেশ গড়ে তুলতে এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে উদ্বুদ্ধ করণের লক্ষে এ নারী সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে সড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের প্রায় শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।
নারী সমাবেশে চুয়াডাঙ্গা জেলা তথ্য কর্মকতার্ শিল্পী মন্ডল সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এম তাসফিকুর রহমান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি)।
তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিশুদের যে ভাবে তার পরিবার ছোট থেকে গড়ে তুলবে সেভাবেই সে গড়ে উঠবে। প্রতিটি পরিবার একটি হাই কমান্ড মা-বাবা তাদের যে ভাবে লালন পালন করবে সে সেই ভাবেই প্রতিষ্ঠিত হবে। ছোট ছোট কমলমতি শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেবেন না। এতে করে তারা মোবাইল আশক্ত হয়ে পড়বে। ফলে শিশুদের ব্রেন প্রসারিত হতে পারবে না। চোখের সমস্যা হবে। এ বিষয় মায়েদের সর্তক হতে হবে। এছাড়া শিশুরা যাতে মাদক যুক্ত হতে না পারে সে দিকে লক্ষ রাখতে হবে। এছাড়া তথ্য অধিকার, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক ও পরিবেশ সংরক্ষণে প্রতিটি মা ও বাবাকে তার সন্তানের প্রতি সর্তক ও খেয়াল রাখতে হবে। ছেলে -মেয়ে যাতে বিপথে না যেতে পারে।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, সহকারী শিক্ষা অফিসার নুর ইসলাম ও সড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা উচ্চমান সহকারী অফিসের আব্দুর রাজ্জাক।