আসছে মাসে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ– ডিপিএল। তবে এবারের আসরে কোনো বিদেশি খেলোয়াড়কে আনা যাবে না। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
ঢাকা প্রিমিয়ার লিগে ঐতিহ্যগতভাবেই বিদেশি ক্রিকেটারদের মেলা বসে। গেল শতকের শেষ দিকে এই টুর্নামেন্টে এসে খেলে গেছেন খ্যাতনামা সব ক্রিকেটার, বিশ্বকাপজয়ী খেলোয়াড়দেরও দেখা গেছে ঢাকার মাঠে। শেষ অনেক দিন ধরে বড় কোনো নামের দেখা মেলে না এখানে। এবার সে পথও বন্ধ হয়ে যাচ্ছে।
মূলত এবারের এই আসরে স্থানীয় ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও আগের নিয়মই বহাল রাখার পক্ষে চেষ্টা চালাচ্ছে বেশ কিছু ক্লাব। তবে সে চেষ্টা অন্তত এবারের আসরে ধোপে টিকবে না।
সিসিডিএম সূত্রে জানা গেছে এবারের আসর নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে, যা আগামী তিন সপ্তাহে বদলে যাবে না। বেশ কিছু ক্লাব বিদেশি খেলোয়াড়ের নিয়ম ফেরানোর পক্ষে ছিল, তবে আলোচনার পর লিগটাকে বিদেশিমুক্ত রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। সেটাকেই লিগের জন্য বেশি উপকারী মনে করা হচ্ছে।
সম্প্রতি নির্বাচকের পদ ছেড়ে আবাহনীর প্রধান কোচ হওয়া হান্নান সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘শেষ দুই তিন বছরে বিদেশি খেলোয়াড়ের মান পড়ে গেছে অনেকটাই। আমাদের দেশি খেলোয়াড়রা বিদেশিদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই। তো আমাদের ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়াটাই ভালো মনে হচ্ছে।’
সূত্র: যুগান্তর