ব্যর্থতা মেনে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান, দায় চাপিয়েছেন কাঁধে। একই সঙ্গে পাকিস্তানের অধিনায়ক বলেছেন, গ্রুপের অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে চান না। স্বাগতিকদের সেমিফাইনালের ভাগ্য যদিও ঝুলে গেছে। তবুও বেঁচে আছে ক্ষীণ আশা। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে থাকতে পাকিস্তানের পক্ষে অনেক কিছু আসতে হবে।
নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়ার পর ভারতের কাছে পর্যদুস্থ হয়েছে পাকিস্তান। তাতেই অনেকটা নিশ্চিত হয়ে গেছে তাদের বিদায়। তবে টেবিলের হিসেবে এখনও অনেকটা যদিকিন্তু আছে। এই করলে সেই হবে’র সমীকরণে প্রথমত বাংলাদেশের বিপক্ষে জিততে হবে পাকিস্তানকে। পরে তাকিয়ে থাকতে হবে টেবিলে।
সেমিতে যাওয়ার সমীকরণ
রাওয়ালপিন্ডিতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচে কিউইরা জিতলে ছিটকে যাবে বাংলাদেশ। বিদায় হবে পাকিস্তানেরও। বাংলাদেশ যদি ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে দেয় তবেই টিকে থাকবে পাকিস্তানের আশা।
নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। এবং চোখ রাখতে হবে নেট রানরেটে।
তাকিয়ে থাকতে হবে ভারতের দিকেও। গ্রুপের শেষ ম্যাচে রোহিত শর্মারা যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলেই জমে উঠবে টেবিলের হিসেবে নিকেশ।
সেই মুহূর্তে ভারত ছাড়া বাকি তিন দলের পয়েন্ট হবে ২ করে। যারা নেট রান রেটে এগিয়ে থাকবে, তারা গ্রুপ থেকে দ্বিতীয় হিসেবে সেমিফাইনালের টিকিট কাটবে।
সেমিতে যাওয়ার অঙ্কটা ভীষণ কঠিন পাকিস্তানের জন্য। সবকিছু নির্ভর করে আছে গ্রুপের বাকি তিন প্রতিপক্ষের হাতে। পাকিস্তানেরও জিততে হবে বাকি ম্যাচটি।
সূত্র: যুগান্তর