মেহেরপুরে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকাল দশটার দিকে জেলা প্রশাসক আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দীন, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আমানুল্লাহ, মাস্টার ট্রেনার মাওলানা আব্দুল হামিদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা।