“দক্ষ যুব গরবে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতন মূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) সকাল দশটার দিকে যুব উন্নয়নের আয়োজনে টিটিসির সম্মেলন কক্ষে এই জনসচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এস এম ওবায়দুল বাসারে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদ আকতার খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তরিকুল ইসলাম ও মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার।
যুব উন্নয়নের ইলেকট্রিক্যাল এন্ড হাউজারিং প্রশিক্ষক আমিনুল ইসলাম সাগরের সঞ্চালনায় এছাড়াও এসময় সিনিয়র প্রশিক্ষক মাহমুদা খাতুন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশাদুরজামান ও মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন রাকিবউদ্দিন, মৎস্য প্রশিক্ষণ কর্মকর্তা মতিউর রহমানসহ জেলা যুব উন্নয়নের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।