মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার হয়েছে।মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেফতার হয়েছ ওটা
এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ২ জন, সদর থানা পুলিশের অভিযানে ২ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৩ আসামি রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার (২১ মার্চ) ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করেন।
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার মাসুদ বিশ্বাসের ছেলে
মোঃ সামিউল আজীম রাজা (২৩), সদর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত জালাল শেখের ছেলে বাবলু হোসেন (৪৪), মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ সেলিম মল্লিক (৩২) ও মোঃ স্বাধীন মল্লিক ( মা মলা নং ১০(৩)২৫), শিবপুর গ্রামের দাউদ সরদারের ছেলে মোঃ মোরাদ হোসেন ওরফে লাল্টু (৪৪) মামলা নং ১১(৩)২৫ এবং গাংনী উপজেলার আযান গ্রামের ফজলু রহমানের ছেলে হৃদয় হোসেন (২৪) ও এলাঙ্গী গ্রামের জামাত আলীর ছেলে সবুজ আলী (২৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযানের নেতৃত্ব দেন।
মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (২১ মার্চ) দুপুরে আদালতে নেয়া হয়েছে।