একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য ত্রিশ লাখ বাঙালি আত্মোৎসর্গ করেছেন। মহান মুক্তিযুদ্ধে আমার বাবা, স্কুলশিক্ষক এমলাক হোসেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বুলেটে শহীদ হন। আমরা তাঁর লাশটিও খুঁজে পাইনি।
গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ সন্তান, চারুশিল্পী গোলাম মোস্তফা। অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, সহযোগী অধ্যাপক মিরাজ উদ্দিন, প্রভাষক রূপালী বিশ্বাস প্রমুখ।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম।