যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপত করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী, বে-সরকারী দপ্তরের পক্ষ থেকে শহীদদের উদেশ্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণকরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেণ। এসময় স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে হরিণাকুণ্ডু পৌরসভাসহ ৮ টি ইউনিয়ন থেকে আগত অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও দুস্থ মহিলাদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার বি,এম তারিক-উজ-জামান ঈদ উপহার সামগ্রী ও শাড়ি বিতরণ করেণ। এসময় হরিণাকুণ্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলেধরে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, অফিসার ইনচার্জ এম এ রউফ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, হরিণাকুণ্ডু পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুস সামাদসহ অন্যান নেতৃবৃন্দু বক্তব্য রাখেন।