মেহেরপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার হয়েছে।
এদের মধ্যে সদর থানা পুলিশের অভিযানে ৫ জন, গাংনী থানা পুলিশের অভিযানে ১ জন ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২ জন রয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ শনিবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, গোভীপুর গ্রামের মোঃ মেহেদী, থানা পাড়ার মোঃ সেলিম রেজার ছেলে রিয়াদ হোসেন (১৯), দক্ষিন শালিকা মোল্লাপাড়ার মোঃ আবুল কাশেমর ছেলে মোঃ আনোয়ার হোসেন, ক্যাশবপাড়ার মৃত সুমন মন্ডলের ছেলে খাজা মঈন উদ্দিন তিস্ত ওরফে মুহিত (২৫), শ্যামপুর নীলমনি পাড়ার মৃত আরমান মন্ডলের ছেলে আমিরুল ইসলাম(৫৮), বাড়িবাঁকা গুচ্ছগ্রামের মৃত খোদাবক্স মৃধার ছেলে মোঃ রাজু আহম্মেদ।
গাংনী উপজেলার গ্রেফতারকৃতরা হলেন, নওয়াপাড়ার মৃত খবির উদ্দিনের ছেলে মোঃ ইসলাম হোসেন (৬০), এফআইআর নং-১১, তারিখ- ১৯ আগস্ট, ২০২৪; জি আর নং-২২৭, তারিখ-১৯/০৮/২০২৪খ্রি.ধারা- ২০০৯ সাল (সংশোধনী/২০১২) এর সন্ত্রাস বিরোধী আইন এর ৬(২)/৭(৫)/৭(৬)(ক) ৭(৬)(খ)/১০/১১/১২/১৩।
মুজিবনগর উপজেলার গ্রেফতারকৃতরা হলেন, বাগোয়ানের মোঃ কাহিরুল ইসলাম, এসটিসি ৭০/১৯ ঝিনাইদহ জিআর১৩/১৯, এসসি-৮৪৭/২০ এবং আনন্দবাসের মৃত নাসির উদ্দিনের ছেলে মোঃ সাগর, পাঃ জারী ১৫/১৯ সাজা প্রাপ্ত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এবং মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযানের নেতৃত্ব দেন।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।