মেহেরপুরে পুলিশের ২৪ ঘন্টার অভিযানে ৩ জন আসামিকে গ্রেফতার হয়েছে। এর মধ্যে সদর থানা পুলিশের অভিযানে ১ ও মুজিবনগর থানা পুলিশের অভিযানে ২ জন রয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোররাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত হলো, হরিরামপুরের মোঃ খাকছারুল ইসলামের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৯), মেহেরপুর সদর থানার মামলা নম্বর: ৯; তারিখ: ০৭ এপ্রিল, ২০২৫ আইনের নাম ও ধারা: ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
মুজিবনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতারকৃতরা হলো, রশিকপুরের মোঃ মরজেদ আলীর ছেলে মোঃ নাহিদ ইসলাম (২৩) এবং
দারিয়াপুরের মোঃ আবু বক্করের ছেলে দারিয়াপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশিকুর রহমান (২৭)।
গ্রেফতাকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে। জেলার সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধের অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।