জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ তাদের প্রস্তুতি শুরু করবে আগামী ১২ এপ্রিল। দলের প্রস্তুতির ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। তবে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম সে সিরিজের প্রস্তুতির জন্য সিলেটে যাচ্ছেন দুই দিন আগেই।
দলের জন্য মুশফিকের নিবেদন নিয়ে নতুন করে কিছুই বলে দিতে হয় না। রোদ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অনুশীলনে যাওয়া মুশফিকের যাপিত জীবনেরই অংশ। দলের আনুষ্ঠানিক অনুশীলন সেশনেও সবচেয়ে বেশি মনোযোগী দেখা যায় তাকেই।
সে তিনি এবার জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরুর ২ দিন আগেই যাচ্ছেন সিলেটে। এ জন্য তাকে ত্যাগও স্বীকার করতে হচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডান-আবাহনী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তিনি খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বাজে ফর্মের সঙ্গে লড়ছিলেন তিনি। ডিপিএলেও খুব বেশি সুবিধা করতে পারছেন না। ৫ ইনিংসে ২৪.৫ গড়ে তিনি করেছেন ৯৮ রান।
তার আগে এশিয়া কাপে দুই ইনিংসে করেছিলেন ২ রান। জিম্বাবুয়ে সিরিজের আগে নিজের ব্যাটিংয়ের ভুলত্রুটি শুধরে নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক।
মুশফিককে নিয়ে আগামী ২০ এপ্রিল সিলেটে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে।
সূত্র: যুগান্তর