মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড (নতুন পাড়ায়) এক স্কুল ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মোশারফ হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
ধর্ষণের শিকার হয়েছে ঐ শিশুকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছেন, গত ৮ মার্চ দুপুরে শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে ওই ধর্ষক।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় শিশুটির মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মোশারফ হোসেন ঘটনার পরপরই আত্মগোপনে চলে গেছে। অভিযুক্ত মোশারফ হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার নুরন্নেশার ছেলে।
জানা গেছে, নতুনপাড়া এলাকার (১৩) ওই শিশু বাড়িতে ব্যাগ তৈরির কাজ করছিল। এসময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে প্রতিবেশী মোশাররফ হোসেন প্রবেশ করেন। পরে তার তাকে জোরপূর্বক ধর্ষণ করে শিশুটিকে। ধর্ষণ শেষে বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই শিশুকে ভয়ভীতি প্রদর্শন করে। কাউকে বললে মেরে ফেলার হুমকী দেন।
বৃহস্পতিবার ভোররাতের দিকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে তার মা জিজ্ঞেস করলে শিশুটি ধর্ষণের ঘটনাটি খুলে বলে।পরে ভোরের দিকে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আজ দুপুরে একটি লিখিত অভিযোগ দিলে সেটি মামলা হিসেবে নেওয়া হয়েছে।
অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশের পাঁচটি ইউনিট কাজ করছে। আশা করছি তাকে দ্রুত গ্রেফতার করা যাবে।
শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার ডাক্তারী পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে।