প্রথম ইনিংসে জিম্বাবুয়ে লিড নিয়েছিল ৮২ রানের। দ্বিতীয় ইনিংসে এখনও ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বৃষ্টি হানা দিয়েছে সিলেটে। যার কারণে তৃতীয় দিনের খেলা শুরু হয়নি এখনও।
সিলেটে গত রাতে ভারি বৃষ্টি হয়েছে। আজ সকালেও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, থামার কোনো লক্ষ্মণই দেখা যাচ্ছে না। যার ফলে তৃতীয় দিন সকালের খেলা প্রায় আধঘণ্টা পেরিয়ে গেলেও শুরু হয়নি এখনও।
রাত থেকে বৃষ্টি চলছে। যার ফলে খেলা যে শুরু হতে দেরি হবে, তা অনুমিতই ছিল। যে কারণে দুই দলও অনেক দেরি করে এসেছে মাঠে। ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও দুই দল স্টেডিয়ামে এসেছেই ১০টা বাজে।
মাঠের পিচ ঢাকা আছে কভারে। তবে বাকি মাঠে কভার নেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ ভালো। তাই সে নিয়ে খুব একটা চিন্তা নেই।
চিন্তা যা নিয়ে আছে, তা হলো বাংলাদেশের ব্যাটিং। প্রথম দিনে মোটামুটি ভালো শুরুর পরও শেষ দেড় সেশনে ৮ উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা অতটা ভালো না হলেও নেহায়েত মন্দ হয়নি। তবে দলের হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ‘রেওয়াজ’ এমন শুরুর পরও স্বস্তি দিচ্ছে না আদৌ।
সূত্র: যুগান্তর