শুবমান গিলের ব্যক্তিগত জীবন তার ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায়। শেষ কিছু দিনে সে আলোচনা কিছুটা থিতিয়ে গেলেও বিষয়টা আবারও সামনে নিয়ে এসেছেন ধারাভাষ্যকার ড্যানি মরিসন। জিজ্ঞেসই করে বসলেন, বিয়ে করছেন নাকি!
ঘটনাটা ঘটেছে গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের আগে। ইডেন গার্ডেনে সেদিন প্রি-ম্যাচ সঞ্চালনার সময় মজার ঘটনাটা ঘটল। ড্যানি মরিসন হঠাৎ করেই শুবমান গিলকে ব্যক্তিগত প্রশ্ন করে বসেন— ‘তোমাকে দারুণ লাগছে, বিয়ের ঘণ্টা কি শোনা যাচ্ছে? কী ব্যাপার, সামনে বিয়েটাও সেরে ফেলছো নাকি?’
মরিসনের এই প্রশ্ন শুনে মুহূর্তের জন্য অস্বস্তিতে পড়ে যান গিল। একটু ইতস্তত করে হালকা হাসি দিয়ে বলেন, ‘না না, এমন কিছুই না।’ তাঁর সেই নড়াচড়ায় আর হাসির ভঙ্গিমাতেই বোঝা যাচ্ছিল প্রশ্নটা মোটেই প্রত্যাশিত ছিল না।
এই হালকা মজার মুহূর্তে অবশ্য অনেকেই হাসিতে মেতে উঠেছিলেন। তবে অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় মরিসনের এমন ব্যক্তিগত প্রশ্নকে মোটেও ভালোভাবে নেননি। তাদের একাংশের মতে, ম্যাচ-পূর্ব আলোচনায় খেলাধুলার প্রসঙ্গেই থাকা উচিত, ব্যক্তিগত বিষয়ে নয়।
গিল এ বছর আইপিএলে ব্যাট হাতে বেশ ভালো ছন্দে আছেন। সাত ম্যাচে তার সংগ্রহ ২১৫ রান, গড় ৩৫.৮৩ এবং স্ট্রাইক রেট ১৪৯.৩০। ইতিমধ্যে দুটি হাফসেঞ্চুরি করে ফেলেছেন, সর্বোচ্চ রান অপরাজিত ৬১।
অন্যদিকে গুজরাট টাইটান্স দারুণ ছন্দে রয়েছে। সাত ম্যাচে পাঁচটিতে জয় পেয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। নেট রান রেট +০.৯৮৪। শেষ ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে এসেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
বিয়ের গুঞ্জন নিয়ে যতই মজা চলুক না কেন, মাঠে গিলের মনোযোগটা ঠিকই ব্যাটে-বলে আছে। তার প্রমাণও দিচ্ছেন তিনি ধারাবাহিকভাবে।
সূত্র: যুগান্তর