মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় স্কুল মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।
আমঝুপি আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মারুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ আবুল কালাম আরিফ, ম্যানেজিং কমিটির সদস্য ডা. আবুল হান্নান, হাফিজুর রহমান, আব্দুল কাদের, বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান এবং প্রতিষ্ঠাতা সভাপতির সহধর্মিনী জোহরা খানম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কামরুদ্দোজা আশিক।
ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলার অংশ হিসেবে কেক কাটা, পুতুল নাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে।