আসলো কবি দীপ্ত পায়ে
উঠলো তিনি জীবন নায়ে
রচলো স্বাধীন বল!
বুকের যত কঠিন কথা
ভাই হারানো দুঃখ ব্যথা
আসলো দলে দল।
তেশ বছরের চোখের পানি
কেমন করুণ কেমন জানি
চোখের পাতায় ভিড়!
শাসন শোষণ অত্যাচারে
খুব হয়েছে পদ্মা পাড়ে
খুব ঝরেছে নীর।
এখন কবি মানবে না আর
বজ্রকন্ঠ থামবে না তার
খোপ করেছে রাগ,
তাই তো কবি ভাষণ দিবে
হায়না জাতির রক্ত নিবে
যুদ্ধ দিলো ডাক।