একটি বাংলাদেশ!
যার জন্ম হয়েছিলো উনিশ শত বিশের-
সতেরোই মার্চ! সেই গোপালগঞ্জে টঙ্গি পাড়া।
একটি বাংলাদেশ
সে কথা বলতো নরম সুরে নরমের সাথে-
কঠিনের সাথে হতো কঠিন অগ্নির ডোরা।
একটি বাংলাদেশ
যার কথায় সকলে স্বপ্ন দেখতো জেগে জেগে-
যোদ্ধের ময়দানে ছুটে যেতো দিক যে বে-দিক!
একটি বাংলােদশ
যার করতলে ছিলো আশার অনুপ্রেরণা-
একটি বাংলাদেশ! সেই যে শেখ মুজিব।