বিভিন্ন দেশ থেকে আসা নতুন ৩৬ জন প্রবাসীকে মেহেরপুরে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে ৮৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন এ তথ্য জানান। এদের মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় নতুন করে ১৬ জন, সদরে ১৪ জন ও মুজিবনগরে ৬জন।