বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
তুমি জাতির পিতা
তোমার কারণে আজ আমার
বলি বাংলা ভাষা কথা।
তুমি ছিলে একজন শ্রেষ্ঠ বাঙালি
অন্যায় প্রতিবাদ এর নেতা
পাকিস্তান শ্বাসক গোষ্ঠীর বিরুদ্ধে
রুখে দ্বারাতে করেছিলে একতা।
সাত মার্চ ভাষণে বঙ্গবন্ধু তুমি বলেছিলে
আমাদের যাহা কিছু আছে তাই নিয়ে
প্রস্তুত থেকে করবো শত্রু মোকাবেলা
ভাষণের মধ্যে বুঝিয়েছেন আমাদের স্বাধীনতা।
আমারা বাঙালি বুঝতে পারছি সেদিন
আমারা নওই কারো অধীন আমারা স্বাধীন
তাই তোমার ডাকে অস্ত্র হাতে নিয়ে
জীবন বাজী রেখে করেছিলাম স্বাধীন।
যতো দিন থাকবে পদ্মা মেঘনা বহমান নদী
যতো দিন থাকবে লাল সবুজের পতাকা
সেই রকম তুমি থাকবে অমর হয়ে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা।