মেহেরপুরের গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে এক শিশু যৌন নির্যতানের শিকার হয়েছে বলে জানা গেছে।
রবিবার বেলা ১১টার দিকে ঐ গ্রামের মন্ডল পাড়ার মৃত নবিছুদ্দিনের ছেলে ইয়াছুদ্দিন শিশুটিকে ঘরে ডেকে যৌন নির্যাতন করে বলে জানা যায়।
জানা যায়, সকালের দিকে ইয়াছুদ্দিন ঐ শিশুটিকে সিগারেট নিয়ে আসতে বলে দোকানে পাঠায়। শিশুটি সিগারেট নিয়ে তার কাছে গেলে সে ঘরে ডেকে নিয়ে যৌন নিপিড়ন করে। পরে শিশুটি তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে এ ঘটনার কথা বলে।
শিশুটির পরিবার গাংনী থানায় এ বিষয়ে একটি অভিযোগ করে।
গাংনী থানার ভার প্রাপ্ত কর্মকর্তার ওবাইদুর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন অভিযোগ পেয়েছি। এঘটনায় জড়িত ইয়াছুদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।