কুষ্টিয়ার মিরপুর উপজেলার আবুরী গ্রামে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গ্রামের প্রবাসী যুবকদের গড়া অলাভজনক সংগঠন গ্রাম উন্নয়ন সংস্থা- ভিডি ট্রাস্ট এ খাদ্য সহায়তা বিতরণ করে। এতে গ্রামের সাতটি মহল্লার ৬০টি পরিবারের মাছে চাল, ডাল, আলু, তেল, লবণ ও সাবার বিতরণ করা হয়। কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন সংগঠনের উপদেষ্টা প্রবীণ রাজনীতিক মীর মুছাদ্দেক হোসেন।
সংগঠনের আহবায়ক মীর মামুন হোসেন জানান, করোনা পরিস্থিতিতে গ্রাম-বাংলার অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। পরিস্থিতির শিকার হয়েছেন অনেকে। এমন দূর্যোগের সময় একে অপরের পাশে দাঁড়ানো সবারই উচিত। সকলেরই সহযোগিতা হাত বাড়িয়ে দেয়া দরকার।
তিনি আরও বলেন, গ্রাম উন্নয়ন সংস্থা আবুরী গ্রামের অবকাঠামো উন্নয়নসহ আধুনিক-আদর্শ গ্রাম গড়ে তুলতে কাজ করছে। বরাবরই দরিদ্র, অসহায় মানুষের পাশে ছিলো ভিডি ট্রাস্ট। তারই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষে পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। আগামীতের এ ধারা অব্যাহত ধাকবে।
খাদ্য সহায়তা বিতরণকালে সংগঠনের উপদেষ্টা মীর মুছাদ্দেক হোসেন বলেন, বিশ^ সংকটের এ সময় আমাদের সকলকে নিজ নিজ ঘরে থেকে এ সংকটের মোকাবিলা করতে হবে। সরকার ঘোষিত ¯^াস্থ্যবিধি ও গণজমায়েত এড়িয়ে চলার নির্দেশনা পালনের আহŸান জানান তিনি।