সচল দেশকে অচল করে
করোনা তুমি এলে
সব যেন স্তব্ধ
করোনা তোমার ভয়ে.!!
করোনা তুমি মহামারী
আতঙ্ক মনে প্রাণে
কিয়ামতের আলামত
মানছে সর্বজনে..!
ঘুম পাড়ালেও কাফন টুকু
জুটছে না কেন বল
বাবা মায়ের শ্রেষ্ঠ সন্তান
নয় হোক অন্য কারো..!
পুড়িয়ে ও আজ শান্ত নয়
আতঙ্কে কাটছে বেলা
আল্লাহর কাছে একটিই দোয়া
করোনা কবে যাবা.!
কবে আসবে শান্তি দেশে
মুক্তি পাবে সবে
মুক্ত খোলা আকাশ বাতাস
খুশির জোয়ার সর্বক্ষণে…