চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামে সাপের দংশনে বিদ্যুৎ হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গত রবিবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গ্রামের তানহার আলীর ছেলে এবং স্থানীয় জেবিসি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।