মশারা অতি ভালো
রাতের প্রহরীদের জাগিয়ে রাখার
কাজে আছে ব্যস্ত।
বাদুরেরা কহে রাতের প্রহরীরা
মোদের ভাই মোদের সাথে
সারা রাত জেগে রয়।
শেয়ালেরা কহে রাতের প্রহরীরা
মোদের ভাই, মোদের
ডাকে সারা দেয়।
মাঝে মধ্যে ফস ফসা ফস
সাপের শব্দ শুনতে পায়,
সাপেরা কহে ভয় পেয়ো না
তোমরা আমরা মিলে মিশে থাকতে চাই।
গভীর রাতে কদম ডালে হুতুম প্যাচার
ডাক শুনে পিলে চমকে যায়।
হুতুম প্যাচা কহে, ভয় পেয়ো না
তোমাদের সজাগ করে যায়।