একজোড়া চোখ
তোমার অপেক্ষায় জানো কি তুমি,
আমি তোমার অপেক্ষায় আছি।
হয়তো কোনো বৃষ্টিমুখর দিনে আসবে তুমি মেঘের ভেলায় ভেসে।
হয়তো সঙ্গে আনবে আমার জন্য মেঘলা আকাশ।
আর একটা লাল গোলাপ!!
জানো কি তুমি আমি ঐ আকাশটা ছুতে চাই,
আকাশের বুক চিড়ে ছড়িয়ে পড়া রক্তিম সূর্যের আলো মুঠো ভরে নিতে চাই।
জানো কি তুমি,
এই শ্যামল প্রান্ত থেকে তোমার জন্য কুড়িয়ে আনতে চাই সুখ!
আঁচল ভর্তি সুখ নিয়ে হাটতে চাই বাকি পথ।
জানো কি তুমি?
তোমার হৃদয় আঙ্গিনায় ডানা মেলে উরতে চাই আমি।
তোমার বুকের খাঁচায় বন্দি হতে চাই আজীবন।
জানো কি তুমি?
আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই।
যুগ যুগান্তর ভালোবাসতে চাই তোমায়।