কেন জানি না?
তোমায় খুব চেনা মনে হয়।
মনে হয় যেন,
অন্তত কাল ধরে চিনি তোমায়।
তুমি কি আমার
স্বপ্নে দেখা সেই রাজকুমারী,
যার জন্য এতো প্রতিক্ষা।
মনে হয় যেন হাজার বছর ধরে
পথ চেয়ে আছি শুধু তোমার।
কেন এতো চেনা মনে হয় তোমায়
তুমি কি সেই চির চেনা,
আপন জন আমার।