মেহেরপুরের গাংনী উপজেলার গ্রামের পরিষ্কার বেগম নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রবিবার সকাল নয় টার সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায় জুগিন্দা গ্রামের লিয়াকতের স্ত্রী পরিষ্কার বেগম (৪০) বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক ঋণ গ্রস্থ হওয়া এবং শারীরিক অসুস্থতা নিয়ে দিন যাপন করছিলেন।
একদিকে কিস্তির টাকা জোগাড় অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। সকাল নয় টার সময় পরিষ্কার বেগমের ছোট মেয়ে লাকি খাতুন মায়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গাংনী থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।