কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাহ উদ্দীন করোনা জয় করে কর্মস্থলে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) তিনি তার কর্মস্থল খোকসা উপজেলায় যোগদান করেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, গত ১৩ জুন দুপুরে তিনি খোকসার ৩৩ তম নির্বাহী হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর পর ১৪ জুন তিনি কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রশাসনিক নির্দেশনায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৫ জুন তার করোনা পজেটিভ আসে। টানা ১৫ পর গত ৩০ জুন তিনি করোনা থেকে জয়লাভ করে।
এ ব্যাপারে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন, খোকসাবাসীর দোয়ায় ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে ১৫ দিন পর টেস্টে নেগেটিভ এসেছে এবং আমি সম্পূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি।