মেহেরপুরের গাংনীতে “মুজিব শত বর্ষ” উপলক্ষে গাংনী কৃষি অফিসের উদ্যোগে বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
আজ মঙ্গলবার দুপুরে গাংনী কৃষি অফিসের পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতিটি উপজেলায় ১০০ টি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কে এম শাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়াম্যান এমএ খালেক।
এসময় পার্টির (জেপি) সভাপতি আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিবসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী এবং কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।