মেহেরপুরে পারিবারিক ভাবে কবিগুরুর প্রয়াণ দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাক্তণ শিক্ষক সুশিল চক্রবর্তির থানাপাড়ার বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল চক্রবর্তী, সাবেক প্রধান শিক্ষক হাসেম আলী, শিক্ষক মিনারুল ইসলাম, রবিন্দ্রনাথ ভট্টাচার্য, রমা ব্যানার্জি প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষক সুশীল চক্রবর্তীর সঞ্চালনায় রবীন্দ্র সংগীত পরিবেশন করেন আরাত্রিকা চক্রবর্তী ও মোঃ মিনারুল ইসলাম। কবিতা পাঠ করেন শিক্ষক মোঃ হাসেম আলী ও রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য।
উল্লেখ্য, ৩৮ বছর ধরে শিক্ষক সুশিল চক্রবর্তী পারিবারিকভাবে রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ও প্রয়াণ দিবস পালন করে আসছেন।