পৃথিবী আজ বড়ই ক্লান্ত
থেমে গেছে তার নিজস্ব গতি,
ফুরিয়ে গেছে সকল মায়া
মুছে গেছে মানবতা নামক শব্দ।
অদৃশ্য এক অপশক্তি
ঘেরাও করেছে আজ বিশ্ব,
ভেঙ্গে করেছে খান খান
নাড়িছেঁড়া চীর আপন সম্পর্ক।
পৃথিবীর আজ অসুখে ধরেছে
পরস্পরের সাথে সৃষ্টি হয়েছে দূরত্ব,
চেনা মানুষের আজ অচেনা রূপ
কখনো ছিল না যা কাম্য।