মুজিবনগরে হত্যা মামলার ওয়ারেন্ট পরোয়ানা ভুক্ত আসামী ঘেতা চেংয়ারি গ্রেফতার হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ঘেতা চেংয়ারি মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের মৃত. হারেজ চেংয়ারির ছেলে।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৬ জানুয়ারী হত্যা মামলায় নারী শিশু আইনে ৩ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১।
১ ও ৩ নং আসামী অনেক আগেই গ্রেফতার হলেও ২ নং আসামী ঘেতা চেংয়ারি পালাতক থাকায় এতদিন তাকে আটক করা সম্ভব হয়নি। পরে ২ নং আসামী মাঠে কাজ করছে এমন গোপন সংবাদ পেয়ে মাঠে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, অকেদিন আগে আসামীর নামে কোর্ট থেকে ওয়ারেন্ট বের হয়। আসামী পালাতক থাকায় দীর্ঘদিন পর তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর দুপুরেই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।