মেহেরপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২ তরুনী সহ যুবককে আটক করেছে পুলিশ। শনিবার শহরের মল্লিকপাড়ার নুরজাহান নামের একজনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের আব্দুল এর ছেলে আরিফুল(২৮), চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবর পশ্চিম পাড়ার মুনসুর এর মেয়ে পলি খাতিন(২২) ও মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মোনাজাত এর মেয়ে মৌসুমী খাতুন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় থেকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
মেপ্র/এমএফআর