জেল হত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ৩ নভেম্বর মঙ্গলবার বিকালে জেলা যুবলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা যুবলীগের আহবায়ক ইব্রাহীম খলিল রাজার সভাপতিত্বে এবং যুগ্ম-আহবায়ক হারুনর রশিদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, সদস্য আফাঙ্গীর হোসেনসহ জেলা ও থানা যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় ৪ নেতার হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানান। আলোচনা শেষে জাতীয় ৪নেতা, বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।