হুঙ্কার সেই করে যে অতি দুর্বল
কারণ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য
হুঙ্কার সেই করে যার বল নেই
তার পরাজয় নিশ্চিত দুর্বলতার জন্য।
হুঙ্কার সেই করে তার জীবনের ভয়ে
জীবন যুদ্ধে পরাজয় নিশ্চিত যেনে
হুঙ্কার সেই করে চলনার মধ্যে
হুঙ্কার ছাড়া জয়ের রাস্তা নেই যেনে।
হুঙ্কার সেই করে নিজের স্বার্থে
রাজ্যে যেন হুঙ্কারে তার অধীনে আসে
হুঙ্কার করে জয়ের পতাকা উড়ায়
নিজের প্রয়োজনে কখনো ধর্মকে ব্যবহার করে।
হুঙ্কার সেই করে এক নিরিহ প্রাণী
যাহা বাড়ির চারপাশে ঘুরাঘুরি করে
হুঙ্কার সেই করে শূন্য পাত্রে জলের মতো নড়ে
হুঙ্কার সেই করে চতুর্দিকে ক্ষুধার্ত বলে
নিরীহ প্রাণী খাবারে চারপাশে ঘুর ঘুর করে।