প্রথম তোমার প্রেমে পড়েছিলাম মনে আছে?
সেই– দু’হাজার ছয়ে,
প্রথম তোমাকে ভেবে ভেবে মরেছিলাম
তারপর থেকে মনটা গেলে ছুঁয়ে।
এখন তোমাকে ছাড়া একদণ্ড ভালো লাগেনা
তুমি মিশে গেছো আত্মার পরিধিতে,
কবিতা!
তুমি ডুবে আছো আমার জীবনের জীবনীতে।
কবিতা, তুমি প্রেমিকা হয়ে এসেছিলে যবে
সেদিন হয়তো ভালোবাসি বলিনি,
প্রেম কী সেটা বুঝিনি
আজ তোমার রস আমার রক্তে বেঁধেছি।
প্রথম প্রেমের উপাখ্যানে তেমন কিছুই লিখিনি
বেসুরো ভাঙা গলায় সঙ্গীত চর্চার মতই
ছন্দহীন ছিলো সে লেখা,
এখনো তেমনি লিখি, বেশি হয় শুধু চোখে চোখ রাখা।
মনের যত সুখ-অসুখ, যত হাসি-কান্না
যত রূপ বিদ্রোহ, দ্রোহ, অনুভূতি অনুশোচনা,
তোমাকে বলি চুপিসারে কলমের কালি নিঙড়িয়ে
আজ আমার ব্যথা সুখ শুধু তোমাকে জড়িয়ে।
প্রতিটি সকাল, রোদ্দুরে, মেঘময় দুপুরে
প্রতিটি নিশি গভীর থেকে গভীর, প্রভাতফেরী,
তোমাকে সঁপেছি পরম মুগ্ধতায়
জীবনের মানে এখন শুধু তুমি, শুধুই কবিতাময়।