বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা থেকে মনোনীত মেয়র পদপ্রার্থী হিসেবে কুষ্টিয়ার ৪ টি পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেন।
কুষ্টিয়া পৌরসভার মেয়র হিসেবে আওয়ামী লীগের নেতা আনোয়ার আলী, ভেড়ামারা পৌরসভার আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, মিরপুর পৌরসভার আলহাজ্ব এনামুল হক ও কুমারখালি পৌরসভার শামছুজ্জামান অরুনকে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করা হয়।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা থেকে মনোনীত মেয়র পদপ্রার্থী কুষ্টিয়া পৌরসভার মোঃ বশিরুল আলম চাঁদ, কুমারখালী পৌরসভার আনিসুর রহমান, ভেড়ামারা পৌরসভার মোঃ শামিম রেজা ও মিরপুর পৌরসভার মোঃ আবজাল হোসেনকে মনোনীত করেছে।