বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুরে গণতন্ত্রের বিজয় দিবস পালন।
বুধবার সকালে মেহেরপুর শিল্পকলা একাডেমীর হলরুমে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি এর সভাপতিত্ব এই অনুষ্টান অনুষ্টিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহাজামান চৌধুরি, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ইদ্রিস আলী মাষ্টার, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু,
আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।