আলমডাঙ্গার পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা হয়েছে।
গতকাল শনিবার রাত ৯ টার দিকে পৌর এলাকার গোবিন্দপুর মাঠ পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনু।
অনুষ্ঠানে হাসান কাদির গনু বলেন, পৌর নির্বাচনের আর সময় নেই। আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন মাঠে কাজ করতে হবে। ইতোপূর্বে পৌরসভায় দায়িত্ব নিয়ে রাস্তা, ড্রেন, সাপ্লাই পানিসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছে। এই নৌকা আমার একার নয়, আপনাদের সকলের।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কাজি রবিউল হক, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ ঠান্ডু, সোহেল রানা শাহিন, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, হারদি কলেজের প্রফেসর জান্টু, মুরগি ব্যবসায়ী রাব্বি, মোস্তাক, ৭ নং ওয়ার্ড গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের মন্ডল আবুল কাসেম, স্কুলের শিক্ষক ঠান্টু, প্রবাসী সাইদুল প্রমুখ।