প্রেমেরি বার্তা, হৃদয়ে লাগে দোলা,
অশ্রু পুলকিত, মন শান্তিত
দেখেছি যেদিন প্রথম তোমায়,
বিরহের অধ্যায় শেষ করে হয়েছে শুরু;
তোমাকে নিয়ে নতুন অধ্যায়।
কেশ কালো চুল ,আখি ভরা মায়া,
মুখে হাসি-সে যেন এক শান্তির বাণী ।
তোমার নতুনতার ছায়া ফেলে দিয়েছে আমার উপর মায়া।
ওহে সুন্দরী !
হবেনা কখনো শেষ তোমারি
গুণ-গানের এ অধ্যায় ,
থাকবো বেঁচে আমি যতদিন এ ধরায়।
এত সুন্দর করে, করেছে
যে স্রষ্টা তোমায় সৃষ্টি ,
হবেনা কখনো তার প্রশংসার শেষ,
চলবে অবিরাম দিনরাত্রি।
কি করে বলবো আমি তোমায়?
অন্তরে লুকিয়ে থাকা এই গোপন কথা।
একদিন ঠিকই বুঝবে আমায়,
থাকবো সেদিনের জন্য তোমার অপেক্ষায়।🥰