একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আলমডাঙ্গা প্রেস ক্লাব। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন দৈনিক পশ্চিমাঞ্চলের প্রশান্ত বিশ্বাস, দৈনিক মেহেরপুর প্রতিদিনের ব্যুরো প্রধান তানভির সোহেল, দৈনিক পশ্চিমাঞ্চলের সহকারী ব্যুরো গোলাম সরোয়ার সদু, দৈনিক মাথাভাঙ্গা বেলগাছি প্রতিনিধি আতিক বিশ্বাস, দৈনিক চলবিলের আলমডাঙ্গা প্রতিনিধি রানা আহমেদ, সালাউদ্দিন মুক্তার, প্রেস ক্লাবের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে রাত পৌনে ১২টায় বের হওয়া শোক র্যালীতে অংশগ্রহণ করেন তারা। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এরপর একে একে প্রশাসন, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বিভিন্ন ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, শহীদ মিনারের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।