সোমবার সকালে মেহেরপুর পুলিশ লাইন ড্রিল শেড মিলনায়তনে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফয়সাল, পিপি পল্লব ভট্টাচার্য, সদর থানার ওসি শাহদারা, মুজিবনগর থানার ওসি হাসেম আলী, গাংনী থানার ওসি বজলুর রহমান, ডিবির ওসি জুলফিকার আলী, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর কেএম হাবিবুল ইসলাম, ডিএসবি ইনস্পেক্টর একরাম হোসেন,ট্রাফিক পুলিশ ইনস্পেক্টর জাহাঙ্গীর আলম, এসআই নাজমুল।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত শহীদ পুলিশ সদস্য পরিবারের সদস্যের ফুল দিয়ে শুভেচ্ছা জানানে হয় এবং কর্মরত অবস্থায় যে সকল পুলিশ সদস্যরা মৃত্যু বরণ করেছে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ লাইন মাঠে শহীদ পুলিশ সদস্যদের সম্মানে বিশেষভাবে তৈরি শহীদ বেদীতে পুষ্প মালা অর্পণ করা হয়।