মন জমিনে সঠিক চাষে
ফলত সোনা
সঠিক সময় সঠিক ফসল
হইলে বুনা।
মন মগজে রাখলে পরে
দেশের কথা
দশের কথা ভাবতে হবে
যথাতথা।
আপন আলোয় হাসবে ফসল
সোনার দেশে
গ্রহণ করবে মানুষ সবে
ভালোবেসে।
মানুষ এবং মনের জমির
বিবেক দিয়ে
শুদ্ধ সঠিক পথে তাকে
যাও খাটিয়ে।