বনে বেজির বন্ধ ুছিলো
ছোট্ট চড়ুই পাখি,
দুজনেতে জমতোও খুব
ছিলো মাখামাখি।
থাকতো পাখি গাছের ডালে
উড়তো আকাশ- বাটে,
চলতো বেজি মাটিরবুকে
ঘুরে পথে ঘাটে।
খুঁজতো পাখি নিজের আহার
আপন মনেমনে,
সঙ্গ দিতো বেজি তখন
তারই সনে সনে।
বিকেল বেলা করতো খেলা
দু’জন মিলেমিশে,
দেখত শুধু চেয়ে চেয়ে
সবুজ ধানের শিষে।
রবির আলো নিভে গেলে
খেলা হতো শেষ,
চড়ুই বেজি ফিরতো নীড়ে
আপনমনে বেশ।