মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিভিন্ন সড়কের দু’পাশে, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, মসজিদ, কবরস্থানের পাশে আমঝুপ প্রজন্ম সংগঠনের উদ্যোগে ১০০টি বকুল গাছের চারা রোপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপনের উদ্বোধন করেন।
প্রজন্ম সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিশু কিশোর সংস্কৃতি ও নাট্য সংগঠনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান (লিটন), “আমাদের আমঝুপি” সংগঠনের মুখপাত্র মিরাজ আহমেদ, সাংবাদিক শহিদুল ইসলাম । এসময় প্রজন্ম সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রজন্ম সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রযাত প্রধান শিক্ষক মরহুম মামুন ইসলাম মুকুলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এ কর্মসুচী গ্রহন করা হয়।
-আমঝুপি প্রতিনিধি